বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫    ১০ : ৫৩ : ০১
  • আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, চট্টগ্রাম
  • আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, চট্টগ্রাম
  • প্রধানমন্ত্রীকে আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন  ---
  • নতুন ভবনের কার্যক্রম চলমান
  • একাডেমিক ভবন

যথাযোগ্য_মর্যাদায়_মহান_স্বাধীনতার_সুবর্ণজয়ন্তী_উদযাপিত

আজ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কলেজ মিলনায়তনে #অধ্যক্ষ_মোহাং_হারুনর_রশিদ এর সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক #জনাব_আয়েশা_সিদ্দিকার সঞ্চালনায় এবং #উপাধ্যক্ষ_মোহাম্মদ_ইদ্রিস এর সভাপতিত্বে ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক #জনাব_সুমী_দে এর সঞ্চালনায় ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা আলাদাভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন #বীর_মুক্তিযোদ্ধা_নীল_রতন_দাস_গুপ্ত ও গভর্নিং বডির সদস্যবৃন্দের পক্ষ থেকে উপস্থিত ছিলেন #জনাব_ইউসুফ_সাদেক। উক্ত আলোচনা সভায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশের অগ্রযাত্রা এর তাৎপর্য তুলে ধরে #শিক্ষকদের_পক্ষ_থেকে_বক্তব্য_রাখেন জনাব মোঃ ইউনুছ মিঞা, জনাব মোঃ জামাল উদ্দিন হায়দার, জনাব আবু নাসের মোহাম্মদ নাসির উদ্দিন ও জনাব মোঃ আনিসুল ইসলাম #শিক্ষকবৃন্দের_মধ্যে_আরো_উপস্থিত_ছিলেন জনাব মোহাম্মদ শওকত হোসাইন সিরাজী, জনাব রফিক আহমেদ, জনাব মোঃ জসিম উদ্দীন, জনাব মোঃ আমির হোসাইন, জনাব মোঃ শাহ আলম,জনাব মোঃ ওছমান গণি, জনাব মনির আহমদ, জনাব ইকবাল হোসেন চৌধুরী,জনাব মোঃ মিজানুর রহমান ও জনাব মোস্তাক আহমেদ। আলোচনা সভার শুরুতে দ্বাদশ মানবিকের আরিফুল ইসলাম ও একাদশ মানবিকের নাঈমা সুলতানা কোরআন তেলাওয়াত, দ্বাদশ বিজ্ঞানের ইমন দাশ গুপ্ত ও পূজা দে এর গীতা পাঠ এবং কলেজ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্ধারিত কবিতা, নির্ধারিত সংগীত ও জাতীয় সংগীতের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলো-

#কবিতা_আবৃত্তি

-----------------------

১) ফারজানা ইয়াসমিন একাদশ ব্যবসায় শিক্ষা- ১ম

২) তাশফিকাতুল জান্নাত দ্বাদশ বিজ্ঞান - ২য়

৩) আসমা উল হুসনা একাদশ ব্যবসায় শিক্ষা - ৩য়

#দেশের_গান

-------------------

১) উপমা চৌধুরী দ্বাদশ মানবিক - ১ম

২) পূজা দে ‌‌ দ্বাদশ বিজ্ঞান - ২য়

৩) তাফরিহা সুলতানা একাদশ ব্যবসায় শিক্ষা - ৩য়

#জাতীয়_সংগীত_প্রতিযোগিতা

------------------------------------------

১) উপমা চৌধুরী দ্বাদশ মানবিক - ১ম

২) ফাহিমা আকতার দ্বাদশ মানবিক - ২য়

৩) তাফরিহা সুলতানা একাদশ ব্যবসায় শিক্ষা - ৩য়

#রচনা_প্রতিযোগিতা(ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে)

---------------------------------------------------------------------

১) মোহাম্মদ ইমরান দ্বাদশ ব্যবসায় শিক্ষা - ১ম

২) তাসমিন আক্তার একাদশ মানবিক - ২য়

৩) তাসলিমাতুল জান্নাত দ্বাদশ মানবিক -৩য়

 213

কোন ফাইল উপলব্ধ নেই